বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কতৃক রাষ্ট্র কাঠামো মেরামতের রুপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে বন্দর লতিফ হাজ্বীর মোড়ে মহানগর বিএনপির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এর পূর্বে মিশনপাড়া মোড় থেকে বিএনপির প্রবীন নেতা আবু জাফর আহমেদ বাবুলের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে অনুষ্ঠানস্থলে যোগদান করেন।
জনসভায় মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সাংসদ এড. আবুল কালাম।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির নেতা আবু জাফর আহমেদ বাবুল। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য আওলাদ হোসেন ও বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, বন্দর থানা বিএনপির সাংগঠনিক নাসিরউল্লাহ টিপু, জেলা মহিলা দলের সভাপতি রহিমা শরিফা মায়া, ২৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি জুয়েল সরদার সহ হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন