টাইমস নারায়ণগঞ্জ: সৈয়দপুর মোহাম্মদী ক্লাবের উদ্যোগে কাবাডি খেলাও মোহাম্মদী ক্লাবের নতুন কমিটির পরিচিতি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ আগস্ট) বাদ আছর সৈয়দপুর কোলেস্টোর মাঠ এ কাবাডি খেলাও মোহাম্মদী ক্লাবের নতুন কমিটির পরিচিতি অনুষ্ঠিত।
কাবাডি খেলায় শীতলক্ষ্যা ও ধলেশ্বরী দলের অংশগ্রহণে দর্শকপূর্ন হয়ে উঠে মাঠ। এসময় খেলায় ধলেশ্বরী দল বিজয়ী হয় এর পর টিম ম্যানেজার গোগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেনের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেয়া হয় ও শীতলক্ষ্যা কাবাডি দলে টিম ম্যানেজার মিলন হোসেন শ্যামলার হাতে রানার আপ ট্রফি তুলে দেয় প্রধান অতিথি ।
খেলায় ও পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সৈয়দপুর মোহাম্মদী ক্লাবের প্রধান উপদেষ্টা ও আলমাস পন্টের মালিক আলমাস আলী।
সৈয়দপুর মোহাম্মদী ক্লাবের সভাপতি মিলন হোসেন শ্যামলের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, সৈয়দপুর মোহাম্মদী ক্লাবের উপদেষ্টা ডাক্তার.মো:মনির হোসেন, গোগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেন, সৈয়দপুর মোহাম্মদী ক্লাবের সাধারণ সম্পাদক আলতাব হোসেন রতন শিকদার, ইমান হোসেন খান, বাছেদ বেপারী, মো: সৈয়দ, মো: মাসুম।
মন্তব্য করুন