টাইমস নারায়ণগঞ্জ : সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) বিকেলে হোসিয়ারী কমিউনিটি সেন্টারে মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাহিদ ইশতিয়াক শিকদার এর উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আজ গুরুতর অসুস্থ্য হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তার জন্য আজ সারাদেশের মানুষ দোয়া করছে যাতে করে তিনি খুব দ্রুত আমাদের মাঝে সুস্থ্য হয়ে ফিরে আসেন। আজকে যারা নেতৃস্থানীয় পর্যায়ে আছে তারা সকলেই ছাত্রদল থেকে উঠে এসেছে। তাই ছাত্রদলের যারা আজকে এ অনুষ্ঠানের আয়োজন করেছে তাদেরকে বলবো কেন্দ্র আপনাদের নিয়ে গর্ব করে। আর এটা যেন সারা দেশের ঘরে ঘরে করতে পারে সেটাই হবে আপনাদের মূল লক্ষ্য। তাই আপনারা বিভিন্ন সেবামূলক কাজ করবেন।
তিনি আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন শুধুমাত্র বিএনপির সম্পদ না তিনি গণমানুষের ও বাংলাদেশের সম্পদ। আপনারা দেখেছেন গত কয়েকদিনে সারাদেশে দল-মত নির্বিশেষে সকলেই ওনার জন্য দোয়া করেছে। তিনি সারাজীবন দেশের জন্য, মানুষের জন্য ত্যাগ স্বীকার করেছেন। স্বামী, সন্তান হারিয়েছেন, আরেক সন্তান তার কাছ থেকে বছরের পর বছর ধরে বিদেশে অবস্থান করছেন। তাঁর সুস্থ্যতার জন্য দোয়া করবেন এবং আমাদের নেতা তারেক রহমান যেন দ্রুত দেশে ফিরে আসতে পারেন সেজন্য দোয়া করবেন।
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন মহানগর ওলামা দলের আহ্বায়ক হাফেজ শিবলী।
এসময় আরো উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোঃ রেজা রিপন, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল সহ ছাত্রদলের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন