টাইমস নারায়ণগঞ্জ: মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ডিগবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকালে আল আমিন নগর মুক্তিযোদ্ধা স্কুল মাঠে লিটল বয়েজ বনাম আকাশ নীল দলের সাথে ডিগবার ফুটবল ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।এসময় ১-০ গোলে লিটল বয়েজ বিজয়ী হয়। বিজয়ী দল লিটল বয়েজকে চ্যাম্পিয়ন টফি ও টিভি প্রদান করা হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোগনগর ইউনিয়ন বিএনপি সভাপতি আক্তার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শরীর সুস্থ রাখতে ফুটবলের জুড়ি নেই। আধুনিক জীবনে আমরা যখন প্রযুক্তির পর্দায় আসক্ত হয়ে পড়ছি, তখন ফুটবল আমাদের খোলা মাঠে নিয়ে যায়। এটি আমাদের হার্ট ভালো রাখে, মাংসপেশি শক্তিশালী করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এবং মাদক থেকে দুরে রাখে।
হৃদয় ও রাসেলের বন্ধু মহলের আয়োজনে ও ১৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আরিফের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা গনঅধিকার পরিষদের সিনিয়র সহ সভাপতি নাজমুল হাসান, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাকিল হোসেন, বিশিষ্ট ব্যাবসায়ী ও প্রবিন বিএনপি নেতা আমজাদুল ইসলাম আঞ্জু শিকদার, গোগনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আফজাল হোসেন, ১৮ নং ওয়ার্ড বিএনপি সহ-সভাপতি আলতাব মাহমুদ, ১৮ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি শাহাদাত হোসেন শাহীন মাদবর, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাঈনুল হাসান রবিন, ১৮ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক বাবু প্রধান, ১৮ নং ওয়ার্ড বিএনপি নেতা ও সমাজ সেবক জাভেদ বেপারী, ১৮ নং ওয়ার্ড যুবদল নেতা শাহীন প্রমুখ।
মন্তব্য করুন